সহকারী কমিশনার (ভূমি), কেরানীগঞ্জ, ঢাকা বরাবর নামজারী ও জমাভাগ মোকদ্দমার বিরুদ্ধে মিস মোকদ্দমা দায়ের এর সময় নিম্নবর্ণিত রেকর্ডপত্র ও শর্তাবলী পালন করতে হবে।
১। মিস মোকদ্দমা দায়েরের জন্য শুনানী প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার ।
২। মিস মোকদ্দমা আবেদনের সাথে নালিশী জমির সিএস/এসএ/আরএস পর্চার সার্টিফাইড কপি দাখিল করতে হবে
৩। মিস মোকদ্দমা আবেদন দাখিলের শুনানীর সময় আবেদনকারী নিজে অথবা নিযুক্ত বিজ্ঞ কৌশলী অথবা আম
মোক্তার গ্রহিতা উপস্থিত থাকতে হবে।
৪। আবেদনের সাথে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
৫। নালিশী জমির মালিকানার ধারাবাহিক দলিল পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
৬। নালিশী নামজারী ও জমাভাগ মোকদ্দমার পর্চার খসড়া কপি দাখিল করতে হবে।
আদেশক্রমে-
সহকারী কমিশনার (ভূমি)
কেরানীগঞ্জ, ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস